Dhaka University Biochemistry Alumni in North America

Dr. Shamsul Alam
Oct 13, 2025
এ বছর চিকিৎসা বিজ্ঞানে তিন জন বিজ্ঞানী যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এরা হলেন জাপানের Osaka Univerisity এর Shimon Sakaguchi, যুক্তরাষ্ট্রের Celltech এর Dr. Mary Brunkow, এবং Parker Institute of Cancer Immunotherapy এর Dr. Fred Ramsdell. Regulatory T cell অথবা সংক্ষেপে Treg cell (CD4+CD25+FOXP3+ T cell) আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
Treg cell হলো আমাদের রক্তে অবস্থিত এক ধরণের শ্বেত রক্তকণিকা, যেটি আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অতিমাত্রায় কার্যকার হওয়া থেকে বিরত রাখে। আমাদের দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা অতিমাত্রায় কার্যকর হলে Rheumatoid arthritis, ডায়াবেটিস, Multiple Sclerosis, অ্যাজমা, অন্ত্রের প্রদাহ, এবং চর্মরোগ দেখা দেয়। তাই আমাদের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে স্বাভাবিক পর্যায়ে রাখতে তথা ইমিউন সিস্টেমের কার্যকর ভারসাম্য বজায় রাখতে এই Treg cell এর ভূমিকা অপরিসীম।
কিন্তু এই Treg কোষগুলোর খারাপ প্রভাব দেখা যায় ক্যান্সার এর ক্ষেত্রে। যেখানে ক্যান্সারের সময় অস্বাভাবিক ভাবে বাড়তে থাকা কোষগুলোতে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা মেরে ফেলার কথা সেখানে এই Treg কোষগুলো বাধা হয়ে দা ঁড়ায়। স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দমন করার মাধ্যমে এই Treg কোষগুলো আমাদের দেহে ক্যান্সার বৃদ্ধিতে সাহায্য করে।
Treg আবিষ্কারের পেছনের গল্প ...
